সাংবাদিক দের কে ভালোবাসুন বন্ধু ভাবুন এইচ এম বাবুল আক্তার
উপজেলা প্রতিনিধি:
মনিরামপুর যশোর , আমরা সাংবাদিক, আমরা প্রচার করি বলেই, বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে সর্বপ্রকার উনউন্নয়ন তুলে ধরার জন্য সমাজ তথা রাষ্ট্রের কাছে গ্রহনযোগ্যতা পায়। আমরা নেতা-নেত্রীদের নিয়ে প্রচার করি বলেই, নিন্ম থেকে উচ্চ প্রর্যায়ে নেতা-নেত্রী তৈরি হয়। আমরা কলম সৈনিক আমরা কলম যোদ্ধারা কারো বিপক্ষে নয়,,,,,আমরা কলম সৈনিক আছি বলেই, সমাজে ভালো কাজে দৌড়াই, আমরা কলম যোদ্ধারা আছি বলেই, রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ডসহ রাষ্ট্রের সুনাম সারাবিশ্বে ছড়িয়ে যায়। রাষ্ট্র, সমাজের জন্য দিনরাত জীবন ঝুঁকি নিয়ে, আপনাদের পিছে, আপনাদের উচ্চতায় পৌঁছে দিতে বিনা স্বার্থে একমাত্র আমরা সাংবাদিকরা এগিয়ে যায়। তাহলে কেনো রাষ্ট্রের কিছু অসাধু চক্রের কাছে,,,,,ভদ্রসমাজে মুখোশধারী সেজে থাকা কিছু মানুষের কাছে,,,,,,আমরা সাংবাদিক সহযোদ্ধাগণ হামলা, মামলা, নির্যাতনের শিকার হবো। ধিক্কার জানাই তাদের যারা সন্রাসী, অপরাধী, মাদক ব্যবসায়ীসহ সমাজে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার পরেও তাদের দেখে মানুষ হাত তালি দেই। এবং বড় চেয়ার টেনে বসতে দেয় এ কি সমাজ।