সাংবাদিক সেলিম রেজা মুকুলের মৃত্যুতে পাটকেলঘাটা প্রেসক্লাবের শোক জ্ঞাপন
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক কর্মকর্তা সম্মানীত সিনিয়র সদস্য দৈনিক করতোয় ও দৈনিক যশোর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম রেজা মুকুল (৬৬) আর নেই। শনিবার বেলা ৩ টার দিকে সুলতার পুর নিজস্ব বাসনা তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তিনি দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পাটকেলঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান, সভাপতি নাজমুল খান, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী সরদার, যুগ্ন সাধারন সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, অর্থ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহিত্য সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক খায়রুল আলম সবুজ, নির্বাহী সদস্য মুজিবুর রহমান, নির্বাহী সদস্য আব্দুল মতিন, নির্বাহী সদস্য ফিরোজ কবির, নির্বাহী সদস্য আল মামুন, সদস্য মোঃ শাহিনুর রহমান শাহিনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।