সাতক্ষীরা প্রতিনিধি:

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ মুজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট (বালিকা) এর সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সাতক্ষীরা পিএন বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে (বালক দল) মিশন সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে ভাড়–খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে (বালিকা দল) রইচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আইরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন কারেমী, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি প্রমূখ। খেলার আয়োজনে সার্বিকভাবে সহায়তা করেন প্রধান শিক্ষক জাকির হোসেন, মনিরুজ্জামান, হাসানুুজ্জামান সুমন, আব্দুল মাজেদ, ইকরামমুল কবির, বিধান চন্দ্র সরকার প্রমূখ। খেলা পরিচালনা করেন আবুল আলাম ফরহাদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহাবুদ্দীন সাজু ও রোকন আল জামান।

পোস্টটি শেয়ার করুনঃ