সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে
আহসান হাবীব মোঃ সাগর হোসেনঃ
সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের নিয়ে উপজেলা জুড়ে সর্বত্র চলছে আলোচনা। তবে আলোচনার শীর্ষে রয়েছেন আহসান হাবীব। তিনি বর্তমানে ঢাকা জেলা কৃষক লীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মে থেকে কয়েক ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের নির্বাচন। এই ঘোষণার সাথে সাথে নিজ নিজ এলাকার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার-প্রচারণা নিয়ে। সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে ঢাকা জেলা কৃষকলীগের সদস্য সচিব আহসান হাবীব প্রার্থিতা ঘোষণা করেছেন। ছাত্রজীবন থেকে এখনও পর্যন্ত আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। এছাড়া তিনি রাজনীতির পাশাপাশি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবেও মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত। ইতোমধ্যে সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা শুরু করেছেন আহসান হাবীব। আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগকে ভালোবেসে জীবন বাজি রেখে ছাএজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে আসা আহসান হাবীবের। এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের একজন জনবান্ধব নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন। আহসান হাবীব জানান, আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। বর্তমানে আমি দলমত নির্বিশেষে সাভার উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। যদি নির্বাচনে আল্লাহ আমাকে জয়ী করেন তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে সাভার উপজেলাকে একটি ‘স্মার্ট উপজেলা’ হিসেবে যা যা করার দরকার, তা করার চেষ্টা করবো, ইনশা’আল্লাহ।