বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
আগের বিয়ের তথ্য গোপন করে মোঃ খাইরুল ইসলাম শাওন নামের এক যুবকের বিরুদ্ধে বিবাহের নামে প্রতারণা করে শারিরীক সম্পর্কের অভিযোগ তুলেছেন শিউলি সেন গোমেজ নামের এক যুবতী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ভুক্তভোগী শিউলি সেন গোমেজ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত দুই বছর আগে সোস্যাল মিডিয়ায় তার সাথে পরিচয় হয় বাউফল উপজেলার কালিশুরী গ্রামের এটিএম আনিস-উল-আজমের পুত্র মোঃ খাইরুল ইসলাম শাওনের। সেই সম্পর্ক রূপ নেয় গভীর পরিণয়ে। বিবাহের প্রলোভন দেখিয়ে শাওন দুই বছর ধরে তার সাথে শারিরীক মেলামেশা করে। গত ২৯ আগস্ট রাতে সে শিউলির বাড়িতে এসে তার সাথে রাত্রিযাপন করে। ওই সময় সে শাওনকে বিয়ের কথা বললে তিনি অপারগতা প্রকাশ করেন। পরদিন ৩০ আগস্ট শিউলি সকালে ঘুম থেকে উঠে দেখে শাওন পালিয়ে গেছে।

সংবাদ সম্মেলনে শিউলি আরও জানায়, শাওন তার আগের বিয়ের তথ্য গোপন করেন, যা তিনি জানতেন না। পরে খোঁজ-খবর নিয়ে জানতে পারেন যে, তার আগেও বিয়ে হয়েছে। এ ঘটনায় তিনি বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দিলেও পুলিশ কালক্ষেপণ করে এখনো মামলা নেয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমি শাওনের সাথে সংসার করতে চাই, স্ত্রী হিসেবে নিজের স্বীকৃতি পেতে চাই। তার নানামুখি অসম্মানজনক তৎপরতা বন্ধ চাই। মিথ্যাচার, সোস্যাল মিডিয়ায় সামাজিক সম্মানহানি থেকে রেহাই পেতে তিনি প্রশাসনের সহায়তা কামনা করেন।

পোস্টটি শেয়ার করুনঃ