স্টাফ রিপোর্টার,হাসিবুল ইসলাম :

আসন্ন ২ নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন- ২৭ জুলাই, গড্ডিমারী ইউনিয়ন আধুনিক ও স্মার্ট ইউনিয়ন গড়ার রুপকার হিসেবে জনগণের মাঝে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃআখতার হোসেন খন্দকার ভোটের মাঠে জন প্রিয়তায় সবার শীর্ষে।

গড্ডিমারী ইউনিয়ন পরিষদ এর সাবেক ইউপি চেয়ারম্যান পদত্যাগ করে জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায়, গড্ডিমারী ইউনিয়ন পরিষদে আগামী ২৭ জুলাই আবারও উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে,তাই জনমনে ভাবনা জেগেছে কে হবেন এবারের গড্ডিমারী পরিষদ চেয়ারম্যান? আধুনিক স্মার্ট গড্ডিমারী ইউনিয়নের রুপকার, চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আখতার হোসেন খন্দকার।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদের অধিকাংশ জনগণ বলেন, চেয়ারম্যান হিসেবে আমরা গড্ডিমারীর রুপকার,আধুনিক ও স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে মোঃ আখতার হোসেন খন্দকার এর বিকল্প নেই।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে গড্ডিমারী ইউনিয়নের অসংখ্য উন্নয়ন মুলক কাজ করেছেন আখতার। তাই তাদের সিদ্ধান্ত গড্ডিমারীর রুপকার, আধুনিক স্মার্ট ও গ্রামকে শহর গড়ার লক্ষ্যে আখতার হোসেন খন্দকার এর (মোটর সাইকেল মার্কায়) ভোট দিবেন তারা।

সাধারণ ভোটারদের মনের অনুভূতি হলো আখতার আমাদের সাথে এমন ভাবে মিশে গেছে যেনো তিনি আমাদের আপন ভাই বন্ধুর মতো।

চেয়ারম্যান পদ প্রার্থী আখতার হোসেন খন্দকার বলেন, নির্বাচনে আমি যে প্রতিশ্রুতি দিবো তাঁর প্রায় ১০০% ই-পূরন করতে আমি সক্ষম হবো- ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, উন্নয়নের মার্কা মোটর সাইকেল মার্কা, লক্ষ্য দেখে পক্ষ নিন, আধুনিক স্মার্ট গড্ডিমারী ও গ্রামকে শহর গড়ার পক্ষে, ভালো মানুষকে আপনাদের মহা মূল্যবান ভোটটি প্রদান করবেন তাহলে যেমন উন্নয়ন পাবেন তাঁর সাথে সাথে ভালো একজন সেবক ও নেতা পাবেন। আমি যেখানেই যাই আল্লাহর রহমতে জনগণের ভালবাসা পাই এবং আমায় ভালো বাসে ও আমার জনসভায় তারা আসে। এতেই বুঝা যায় জনগণ আমাকে কতোটা ভালো বাসে।

গড্ডিমারী হাটখোলা,খানের বাজার,মিলন বাজার,মসজিদপাড়,সাধুর বাজার এলাকায় সরেজমিনে অনেকের সাথে কথা বলে,জানা যায় আখতার হোসেন খন্দকার একজন ভালো মনের মানুষ, তাঁর সাথে সাধারণ জনগন আছে বিধায়, এবারের গড্ডিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে, বিপুল পরিমাণ ভোটের মধ্যে দিয়ে সে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।

পোস্টটি শেয়ার করুনঃ