বাকেরগঞ্জ( বরিশাল) সংবাদদাতা :
ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৬১৪ জন ভোটারের (ডেলিগেট সদস্য ) মধ্যে ৫৫২ জন ভোটার প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করে ।
ঘন্টাব্যাপী ভোট গননা শেষে সভাপতি পদে সাবেক পৌর বিএনপির আহবায়ক নাসির জোমাদ্দার ৩৬৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী আলিম জোমাদ্দার ১৮৯ ভোট পায়। সাধারণ সম্পাদক পদে শাহাবুদ্দিন তালুকদার শাহিন ৩৬০ ভোট পেয়ে বিজয় লাভ করে। তার নিকটতম প্রার্থী কাজী শাহ আলম পেয়েছেন ১৬৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো: নাসির হাওলাদার ৩৪৩ ভোট পেয়ে প্রথম স্থান ও মাইনুল খান ২১০ ভোট পেয়ে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। তাদের নিকটতম প্রার্থী মোশাররফ হোসেন সবুজ ২০২ ভোট পায়।
সম্মেলন সম্পর্কে বলতে গিয়ে প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বরিশাল বিভাগে এই প্রথম সকল ওয়ার্ডের ৬ শতাধিক নেতাকর্মীর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গনতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করা হয়েছে।
বরিশাল জেলা বিএনপির আহবায়ক (দক্ষিণ) আবুল হোসেন খান বলেন, শতভাগ গনতান্ত্রিক উপায়ে বাকেরগঞ্জ পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ