আশাশুনিতে উপজেলা জলবায়ু
অধিপরামর্শ ফোরামের সভা

লিংকন আসলাম, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি লিডার্স শাখা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে লিডার্স শ্যামনগর সাতক্ষীরার বাস্তবায়নে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এ সভার আয়োজন করে। ফোরামের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জোয়াদ্দার, সিনিঃ ফিল্ড ফ্যাসিলেটর সিরাজুল ইসলাম, সদস্য লিংকন আসলাম, বিমল কুমার মন্ডল, রতন অধিকারী, বনমালী দাশ, মারুফা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় লবণ পানির প্রভাব থেকে মিষ্টি পানির ফসল রক্ষা, ভূগর্ভের বালু উত্তোলন রোধে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জোয়াদ্দার বলেন উপজেলায় যেসকল অবৈধ কাজ গুলো হচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভূগর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন, লবণাক্ততা মুক্ত করতে উপজেলা প্রশাসন ও ফোরামের সদস্যদের এগিয়ে আসতে আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুনঃ