বরিশাল প্রতিনিধি/

বরিশাল বাকেরগঞ্জ ৯ নং কলসকাঠী ইউনিয়নের  দিয়াতলী গ্রামের মো ফারুক হোসেন মোল্লার নাতির জ্বর আসলে নিয়ে যায় ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য। সরকারি বিধি মোতাবেক বিনামূল্যে চিকিৎসা দেয়া এবং ওষুধ সরবরাহ করার কথা থাকলেও ফারুক মোল্লার কাছ থেকে একশত টাকা নেয় মেডিকেল অফিসার ডা. মো. নাসির উদ্দিন ফারুক মোল্লার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ এছাড়াও কিছুদিন আগে দুধল গ্রামের খালেক হাওলাদার গা ব্যথা করলে উপস্বাস্থ্য কেন্দ্রে যায় চিকিৎসার জন্য ডাক্তার নাসির উদ্দিন বললেন প্রতি সপ্তায় একটি ইঙ্গোশন দিতে হবে সাত সপ্তাহ প্রতি সপ্তায় ৭০০ টাকা দিতে হবে তিনি সরল মনে টাকা দিয়ে দিলেন তারই একটি ভিডিও অর্থ লেনদেনের ৪ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিও আসে দৈনিক সংবাদ দিগন্তের হাতে। ভিডিতে দেখা যায়, চেম্বারে বসে ৭০০ টাকা নেয় দুধাল গ্রামের খালেক হাওলাদার এর কাছ থেকে টাকা নিচ্ছেন ডা. মো. নাসির উদ্দিন এরপর সেই টাকা গুনে তার নিজ পকেটে রাখেন ও বিভিন্ন লোকের অভিযোগ রয়েছে ডাক্তার মোঃ নাসির উদ্দিন এর নামে। সাংবাদিকরা জিজ্ঞেস করতে গেলে ডাক্তার নাসির উদ্দিন বলেন আমি কোন টাকা নেই নায়।

পোস্টটি শেয়ার করুনঃ