কালিগঞ্জে আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা

কালিগঞ্জে আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
“নদী বাঁচাও জীবন বাঁচাও, আদি যমুনা আমাদের গর্ব আমাদের অস্তিত্ব।এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটি, সাতক্ষীরার নেতৃবৃন্দের পরিদর্শন ও মতবিনিময় সভা।
রবিবার ( ৯ নভেম্বর) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও আন্দোলন কর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নদী রক্ষায় যৌথ উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজুর রহমান, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সম্পাদক আশেক ইলাহী, দৈনিক প্রথম আলো’র স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, জেলা নদী রক্ষা কমিটির সদস্য ও সমম টিভি’র জেলা প্রতিনিধি মোমতাজ উদ্দিন বাপ্পী, জেলা নাগরিক কমিটির সদস্য নিত্যানন্দ সরকার, শেখ হাসান গফুর, দৈনিক নববেদনা’র ঢাকা প্রতিনিধি ইকরামুজ্জামান, মাই টিভি’র জেলা প্রতিনিধি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল,কমিটির সদস্য এ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ বাচ্চু, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি ফজলুল হক, দৈনিক যশোর বার্তা’র প্রতিনিধি শিমুল হোসেন ও খুলনা গেজেট কালিগঞ্জ প্রতিনিধি তাপস কুমার ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, আদি যমুনা নদী শুধু একটি জলপ্রবাহ নয় এটি কালিগঞ্জের জনজীবন, সংস্কৃতি ও কৃষির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। নদী পুনরুদ্ধারে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে নদীর প্রাণ ফিরিয়ে আনতে।সভা শেষে নদী রক্ষায় ধারাবাহিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
