তাপস কুমার ঘোষঃ
কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় উফশী আমন ও নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপুর সভাডতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট। উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সিনিঃ সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবু লাল। শ্যামনগর উপজেলা মারুফ হাসান।

পোস্টটি শেয়ার করুনঃ