তালায় আ”লীগ সভাপতি আটক
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৫ | ১১:৪২
85 ভিউ

তালায় আ”লীগ সভাপতি আটক
তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ইউনিয়ন আ”লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাসকে (৬৮) আটক করা হয়েছে। রবিবার (৯নম্ভেবর) সন্ধ্যায় ভায়রা গ্রামের তিন রাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়।
সে ভায়রা (আগরছারা) গ্রামের মৃত:সেকেন্দার আলী বিশ্বাস’র ছেলে। শাহাবুদ্দিন বিশ্বাস দীর্ঘদিন আ”লীগ দলের সাথে সক্রিয়ভাবে রাজনীতি করে আসছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন” নিয়মিত মামলায় তাকে আটক করা হয়েছে”।
