পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে১৫০ গ্রাম গাঁজাসহ দুই জন আসামি গ্রেফতার ।
পাটকেলঘাটা প্রতিনিধি:
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই তপন কুমার বিশ্বাস সংগীয় ফোর্স সহ আসামি ১. মো: জাহিদ হোসেন(২৪), পিতা-মো: জিয়ারুল সরদার, মাতা-মৃত তানজিলা বেগম , গ্রাম- সেনেরগাঁতী, ২. মো: সাকিব হোসেন(৩২), পিতা-মৃত মোকাম মুন্সি, মাতা-মোছা: রিজিয়া বেগম, গ্রাম- সেনেরগাঁতী, উভয় থানা- পাটকেলঘাটা, জেলা -সাতক্ষীরাদ্বয়কে ০৯.০৭.২৪ তারিখ রাত্র ১২.৩৫ ঘটিকার সময় পাটকেলঘাটা থানাধীন সেনেরগাঁতী সাকিনস্থ মো: হাসান সরদার এর ধানের চাতালের সামনে পাকা রাস্তার উপর হতে ১৫০(একশত ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
উক্ত আসামীদ্বয়কে ০৯-০৭-২০২৪ তারিখ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।