গাছে আমড়া পাড়তে উঠে পা পিছলে নিচে পড়ে যুবকের মৃত্যু
প্রিয়ব্রত ধর,নওয়াপাড়াঃ
যশোরের অভয়নগর উপজেলায় গাছে আমড়া পাড়তে উঠে পা পিছলে নিচে পড়ে এক মাছচাষির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আড়পাড়া গ্রামে আমড়া গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।
ওই মাছচাষির নাম কৃপা মল্লিক(৩৫)। তিনি উপজেলার আড়পাড়া গ্রামের দিবস মল্লিকের ছেলে।
কৃপা মল্লিকের বড় ভাই ভাই প্রদীপ মল্লিক জানান, আজ বৃহস্পতিবার সকালে কৃপা মল্লিক আমড়া পাড়তে বাড়ির পাশে আমড়াগাছে ওঠেন। সকাল সাড়ে নয়টার দিকে আমড়া পাড়ার এক পর্যায়ে তিনি হঠাৎ পা পিছলে গাছের নিচে জলাশয়ে পড়ে যান। গাছ থেকে মাটিতে পড়ার সময় গাছের নিচের ডালে এবং মাটিতে থাকা পিলারে সাথে তাঁর মাথা ও বুকে আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিবঅগের চিকিৎসক মরিয়ম মুনমুন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে তাঁর মৃত্যু হয়।