প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া,যশোরঃ সনাতনী হিন্দুদের ঘরবাড়ি, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে যশোরের মনিরামপুর বিশাল প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
 মঙ্গলবার বিকেলে উপজেলার মনিরামপুর উপজেলার হাজিরহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
৯৬ গ্রাম সনাতনি সুরক্ষা মঞ্চ  এ কর্মসূচির আয়োজন করেন। যশোরের  মনিরামপুর উপজেলার ৯৬ খান নামে পরিচিত হিন্দু অধ্যুষিত  সাধারণ হিন্দু সম্প্রদায়ের ৩ সহস্রাধিক মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্লুটো কিশোর মল্লিক এর সঞ্চালনায় বিকেল চার ঘটিকা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত মানববন্ধন হয়। মানববন্ধন শেষে  প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়
 উপজেলার হাজিরহাট শ্মশান কমিটির সভাপতি  নিরঞ্জন কান্তি রায় সভাপতিত্ব করেন। এসব কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে, মন্দিরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের প্রতিবাদে মিছিলে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষ ‘তুমি কে তুমি কে, বাঙালি বাঙালি’, ‘আমার দেশ সবার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার ঘরে হামলা কেন, জবাব চাই, জবাব দাও’ ‘সনাতনীর ওপর আক্রমণ, মানি না মানব না’, ‘জাগো জাগো নিজে জাগো, নিজের জন্মস্থান নিজে রক্ষা করো।’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন। কর্মসূচিতে ব্যাপক সংখ্যক নারী অংশগ্রহণ করেন।
 
সমাবেশে বক্তারা বলেন, যেভাবে হিন্দুদের ঘরবাড়ি, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের হচ্ছে, তা দেখে তাঁরা রীতিমতো স্তম্ভিত। সরকারের দায়িত্ব তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা। তাঁরা এ দেশেরই নাগরিক।
 এই দেশেই তাঁদেরও নিরাপদে বাঁচার অধিকার আছে। কিন্তু আজ তাঁদের কোনোই নিরাপত্তা নেই। তাঁরা আজ নিজ ভূমে পরবাসী।
সমাবেশে বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ যশোর জেলার সভাপতি দীপংকর দাস রতন বলেন, কোন সরকার কোন হিন্দু হত্যার বিচার করেনি।
বিচার না করার কারণে আজ হিন্দুদের ঘরবাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হচ্ছে। আমরা এদেশের বাসিন্দা, কোন অবস্থাতেই আমরা এদেশ ত্যাগ করবো না। জীবন দিয়ে হলেও আকড়ে রাখবো।
সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ বলেন, নিজেদের জানমাল আর সম্ভ্রম রক্ষায় আমরা কয়েক দিন ধরে দিন-রাত পাহারা দিয়ে যাচ্ছি। দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে।
প্রতিবাদ সমাবেশে যশোর জেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি জয়ন্ত বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য্য।
উক্ত মানববন্ধন ও বিক্ষোব সমাবেশের সমনায়ক ছিলেন নিউটন মন্ডল,দীপংকর মল্লিক,সুব্রত বিশ্বাস,উত্তম বিশ্বাস,শান্তনু মল্লিক,তপন রায়,বিপুল বিশ্বাস, দেবশীষ বিশ্বাস সহ প্রমুখ।
পোস্টটি শেয়ার করুনঃ