চারিদিকে অথৈই জল তবুও বিশুদ্ধ জলের সংকটে গর্ভবতী মহিলা

আপডেটঃ নভেম্বর ২, ২০২৪ | ১০:৪৯
137 ভিউ


চারিদিকে অথৈই জল তবুও বিশুদ্ধ জলের সংকটে গর্ভবতী মহিলা, প্রসব বেদনায় হাসপাতালে যাওয়ার কোন ব্যবস্তা নেই,হতাশায় দীন গুনছে মহিলাটি,ভাবছেন এ মানব বিপর্যের শেষ কোথায়।
ছবিটি তার চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ফারিয়া আফরোজ।
তিনি নওয়াপাড় অভয়নগর যশোর এর বাসিন্দা।বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি চলছে। ছবিটি সম্পর্কে জানতে চাইলে ফারিয়া আফরোজ বলেন ভবদহ জলাবদ্ধতায় গর্ভবতী মায়েদের দেখে আমার মন কাঁদছে তাই চেষ্টা করছি চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরতে।