ভূমিহীনকে ভূমি এবং গৃহহীনকে গৃহ দেওয়া হবে সাতক্ষীরার তালা উপজেলায় ডিসি উদ্যানের শুভ উদ্বোধন করার সময় বলেন,সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বৃহস্পতিবার (১২ডিসেম্বর) উপজেলার জামালপুর ইউনিয়নের জেঠুয়া,কৃষকাটী ও কানাদিয়া গ্রাম মিলে ২২.৫৮ একর জমির উপর নির্মিত ডিসি উদ্যানের শুভ উদ্বোধন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও ফিতা কেটে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন,স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল হক (লিটু),তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষে আব্দুল কাদের প্রমুখ। তালা উপজেলা ভূমি কার্যালয়ের নাজির নরুল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো:রাসেল। তিনি বলেন,একটি দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনায়ন থাকা প্রয়োজন। সেই লক্ষ্য অর্জনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে একটি ইকোপার্ক হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। সেতু সহ অবকাঠামো উন্নয়ন করার জন্য  যাদের জমি অধিগ্রহণ করা হবে তারা তিন গুণ দাম পাবে। তালা উপজেলায় এক স্থানে এত বড় সরকারি খাস জমি আর নাই। তাছাড়া পাশ্ববর্তী কবোতাক্ষ নদ রক্ষণাবক্ষেণ সহজ হবে। পাশাপাশি এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে। স্থানীয় ভুক্তভোগী রবীন্দ্রনাথ দাশ বলেন,আমরা ভূমিহীন। প্রায় ১৬-১৭ বছর ধরে আমরা এখানে কৃষি আবাদ করি। যে ফসল হয় তা দিয়ে আমাদের পেট চলে। ভূমি না দিলে আমাদের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু বলেন,জালালপুর ইউনিয়নের প্রথম পদার্পণ করার জন্যে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। কবোতাক্ষ নদের তীর ঘেঁষে প্রায় ১৮ কিলোমিটার জমি বেদখল আছে। তার মধ্যে ডিসি উদ্যানের স্থানে ৮৭ জনের মাঝে এক সন বন্দোবস্ত করে বন্টন করা ছিল। প্রায় সকলেই ভূমিহীন। তাদের কর্ম সংস্থানের দাবি করেন।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষের আব্দুল কাদের বলেন,জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর বন্যা,ক্ষরা দেখা দিচ্ছে। প্রত্যেক ইউনিয়নের একটি গ্রামকে মডেল না করে তালা উপজেলাকে মডেল উপজেলা করার দাবি জানান তিনি। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন,ক্ষুদ্র কিছু পরিত্যাগ করলে,বৃহৎ লক্ষে পৌঁছানো সম্ভব। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন,প্রকৃত ভূমিহীনকে আমরা পুনর্বাসন করবো। সেই সাথে ক্ষতিগ্রস্তদের বিকল্প কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন,সরকার মানে জনগণ। আমরা জনগণের কর্মচারী। আপনারাই  আমাদের বেতন দেন। রাষ্ট্র জনগণের কল্যাণের  কাজ করবে। আল্লাহ্ কোরআন পাঠিছেন মানুষের কল্যাণে জন্য। মানুষের কল্যাণে সব সময় কাজ করতে হবে। এটি আপনাদের জায়গা। রক্ষণাবক্ষেণের কাজ আপনারাই করবেন। উদ্যানে আম,কাঁঠাল,জামসহ বিভিন্ন ফলজ গাছ লাগানো হবে। আপনাদের আজকের এই ত্যাগ আগামী প্রজন্মের প্রয়োজনে। রাষ্ট্রের পাঁচটি মৌলিক অধিকার আছে। এ সকল অধিকার জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

পোস্টটি শেয়ার করুনঃ