স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে অবহেলিত গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেছেন অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সদস্য  ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। সোমবার দুপুরে নওয়াপাড়া পৌরসভা সংলগ্ন নিজ রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় অভয়নগর উপজেলা গ্রাম পুলিশের সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের সদস্য আঃ রউফ মোল্যা, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সালাম বিশ্বাস, উপজেলা তাঁতীলীগের সভাপতি ফারাজী জিয়াউর রহমান জিয়া বাবু, পৌর মৎস্যজীবীলীগের সদস্য সচিব নুর ইসলাম মনি, উপজেলা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাবেক সভাপতি বিধান বিশ্বাস, জেলা গ্রাম পুলিশের সাংগঠনিক সম্পাদক তপু গাজী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম পুলিশদের সার্বিক সুযোগ-সুবিধা  দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। গ্রাম পুলিশদের দুঃখ দুর্দশা অনুধাবন করে বর্তমান সরকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে। ২০১৪ সালে বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ আরো বলেন, গ্রাম পুলিশ পাহারা দিয়ে সে সময় আগুন সন্ত্রাস রুখে দিয়েছিল। ভবিষ্যতেও বিএনপি জামাত আগুন সন্ত্রাস করতে চাইলে তা অতিতের ন্যায় রুখে দেওয়ার আহবান জানান।
পোস্টটি শেয়ার করুনঃ