অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল জাহাজ কর্মচারীর
প্রিয়ব্রত ধর,স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় আসাদুল গাজী (১৮) নামে এক জাহাজ কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল গুয়াখোলা গ্রামের রেলবস্তির আশরাফুল গাজীর ছেলে। তিনি পেশায় জাহাজের স্কট ছিলেন।
নিহতের বাবা আশরাফুল গাজী জানান, আসাদুল জাহাজের স্কট হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তাকে বাড়িতে রেখে তিনি তাবলিগ জামাতে চলে যান।শুক্রবার সকালে বাড়ি ফিরে দেখেন ঘরে তালা দেওয়া। কিছু সময় পর জানতে পারেন ট্রেনের ধাক্কায় তার ছেলে মারা গেছেন।
এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন জানান, নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন প্রফেসরপাড়া এলাকায় সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আসাদুল গাজী ঘটনাস্থলেই মারা যান। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।