স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগরে চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তা নিজস্ব অর্থায়নে মেরামত করলেন  অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। বৃষ্টির কারণে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অধিকাংশ কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এ অঞ্চলের হাজার হাজার মানুষ। এমনকি কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।তাছাড়া অসুস্থ হয়ে পড়লে থাকে যানবাহনে হাসপাতালে নেওয়ার কোন ব্যবস্থা নেই ।  শুক্রবার সকালে শুভরাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায় গত কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে কাঁদা পানিতে সড়কগুলো একাকার হয়ে গেছে। চলাচলের সম্পূর্ণ  অনুপযোগী হয়ে আছে এসব গ্রামীণ রাস্তা।
তবে গ্রামবাসীর এই অবর্ণনীয় কষ্টের চিত্র দেখে সড়কে চলাচলের উপযোগী করার দায়িত্ব নেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। সড়কের যেসকল স্থানে কাঁদা জমে আছে সেসকল যায়গায় বালু দিয়ে সংস্কার করে দেওয়া হয়। এসময় কাঁদাপানি মুক্ত শুকনো রাস্তায় চলতে পেরে আনন্দ প্রকাশ করেন ভুক্তভোগীরা। রহিমা নামের একজন নারী জানান, কোন জনপ্রতিনিধি আমাদের খোঁজখবর নেয়নি। ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ আমাদের পাশে দাঁড়িয়েছেন।  স্থানীয় ইউপি সদস্য জানান, আমাদের কপাল ভালো যে তার মত একজন নেতা পেয়েছি। আব্দুল্লাহ নামের অপর একজন জানান, ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ এর জন্য মন থেকে দোয়া করছি, সেজন্য গরিব-দুঃখী ও মেহনতী মানুষের পাশে এভাবে থাকতে পারে।
পোস্টটি শেয়ার করুনঃ