আইএফআইসি ব্যাংক নোয়াপাড়া শাখার কম্বল বিতরণ
আপডেটঃ জানুয়ারি ১৬, ২০২৪ | ৭:৩৫
85 ভিউ
নওয়াপাড়া প্রতিনিধিঃ চলছে টানা শ্বৈত প্রবাহ,জন জীবন বিপর্যস্ত।
এ মত অবস্থাতে বেশি বিপদে আছে কম আয়ের মনুষগুলো। প্রতিবারের ন্যয় এবাও আইএফআইসি ব্যাংক নোয়াপাড়া শাখার উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আইএফআইসি ব্যাংক নোয়াপাড়া শাখার ম্যানেজার আশিকুর রহমান শিতার্থদের হাতে কম্বল তুলে দেয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক নোয়াপাড়া শাখার
অফিসার বাবলু মন্ডল।
সড়াডাঙ্গা রাধামাধব মন্দির কমিটির মহিলা সভাপতি হৈমন্তী রানী বিশ্বাসের নেতৃত্বে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।