আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে মাছ বিনষ্ট ও জরিমানা আদায়
লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬০ কেজি মাছ বিনষ্ট ও ১ জনকে ২০ হাজার জরিমানা করা হয়েছে। শনিবার (১১ মে) সকালে জেলা ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের সহযোগিতায় উপজেলা মৎস্য দপ্তর এ অভিযান পরিচালনা করে। আশাশুনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনএসআই এর উপ পরিচালক মোঃ পলাশ আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামের ইয়াসিন গাজীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে ৬৭০ কেজি চিংড়ী জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ আলী ও মৃত আপিল উদ্দিন সরদারের ছেলে বাবু সরদারের বাড়িতে অভিযান চালিয়ে ২ ক্যারেট ও ১ ড্রাম অপদ্রব্য পুশ করা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে গর্ত খুঁড়ে গর্তের ভিতরে কেরোসিন ঢেলে প্রকাশ্যে জব্দকৃত মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, থানার এসআই আব্বাস আলী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেনন। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে মৎস্য কর্মকর্তা জানান।