লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনিতে জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লির্ডাসের সহযোগিতায় উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফোরামের সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,এ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক, মনিটরিং অফিসার মনিরুজ্জামান মনি,ইউসিআরএফের সভাপতি মোহন্ত কুমার হালদার, বনমালি দাস, শিক্ষক রতন অধিকারি,সিআরজির সভাপতি মিনতি রানী রায়, মিনতি সরকার,আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাংবাদিক লিংকন আসলাম।লিডার্স প্রোগ্রাম সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আনসার কমান্ডার ইউপি সদস্য মারুফা আক্তার, সমাজসেবক বিমল কৃষ্ণ মন্ডল, মোঃ মনিরুল ইসলাম,কল্যানী সরকার,বিকাশ সানা, রেহানা খাতুন প্রমুখ।বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য লিডার্স দীর্ঘ দিন যাবত কাজ করে আসছে,জলবায়ু পরিবর্তনের প্রভাবে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা খুবই নগণ্য । জনগণ বছরের কোনো না কোনো সময় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে কবলে পড়ে। এর জন্য সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে । দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মানুষ ভিটেমাটি ও সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করে বছরের পর বছর । এছাড়া উপস্থিত ফোরামের সকল সদস্য টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির জন্য জোর দাবি জানান এবং ভুক্তভোগী জনগণই তাদের মানবেতর জীবন থেকে মুক্তির দাবি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামান্য দৃষ্টি আকর্ষণ করেন।

পোস্টটি শেয়ার করুনঃ