প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেউলা গ্রামের অসহায় বিধবা রাশিদা খাতুনের জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরার পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ওই বিধবা। অভিযোগ সূত্রে জানা গেছে, বেউলা গ্রামের মৃত মফিজুল ইসলামের স্ত্রী রাশিদা খাতুন স্বামীসুত্রে ও ছেলে রমজান আলী পেত্রিক সূত্রে বিআরএস ১৪০৬ খতিয়ানের ১৯১১, ১৯১৩ দাগের ৮৮ শতক জমি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছে। তাদের যাবতীয় কাগজপত্র সঠিক আছে। কিন্তু একই এলাকার মৃত কেয়ামদ্দীন শেখের সালাম শেখ (৪৭) ও সোহরাব শেখ কয়েকদিন আগে জোর পূর্বক রাশিদা খাতুন ও রমজান আলীর ওই জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা করছে। বাধা দিতে গেলে সালাম শেখ (৪৭) ও সোহরাব শেখ আমাদের ওই জমি দখল করতে গেলে রাশিদা খাতুন ও তার পরিবারকে খুন, জখম ও মারপিটের হুমকি দিয়েছে। ওই ঘটনায় বিধবা ভুক্তভোগী রাশিদাসহ তার পরিবার পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্টটি শেয়ার করুনঃ