লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের মুজিব বর্ষের ঘর ও নতুন ঘর নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেছেন এডিসি (রেভিনিউ) আরিফুর রহমান।মঙ্গলবার দুপুর ১২ টায় তিনি পরিদর্শন কাজ শুরু করেন।
আনুলিয়া ইউনিয়নের মির্জাপুর মুজিব বর্ষের নির্মাণাধীন ৪২ টি ঘর ও দক্ষিণ একসরা গ্রামের নতুন করে ১৯টি ঘর নির্মাণের জন্য নির্বাচিত জমির উপযুক্ততা যাচাই করেন এডিসি (রেভেনিউ)। আনুলিয়া ইউনিয়ন পরিদর্শন শেষে প্রতাপনগর মুজিব বর্ষের নির্মাণাধীন ১২১টি ঘর পরিদর্শন করেন এবং সেখানে নতুন ঘাটাল নির্মাণ করার জন্য জায়গা যাচাই করেন। এছাড়া তিনি উপজেলা নির্বাহী অফিসার,পিআইও ও স্থানীয় চেয়ারম্যানকে গাছের চারা রোপন সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রনি আলম নূর ,পিআইও সোহাগ খান, আনুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যতীন্দ্রনাথ সরকার ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ