আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাগর হোসেনঃ
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) ২০ রমজান উপলক্ষে ইয়ারপুর ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আ.লীগের সদস্য মো. ফরহাদ হোসেন ভূঁইয়া ও মো. সাখাওয়াত খন্দকার। এ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অপরাধের কথা তুলে ধরে তা থেকে বিরত থাকতে ধর্মীয় গুরুত্বের কথা তুলে ধরেন। পরে সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর হোসেন ভূঁইয়ার পক্ষ থেকে আমন্ত্রিত বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় এক হাজার দুইশত মানুষকে ইফতার করানো হয় । এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আ.লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সুমন ভূঁইয়া, যুবলীগ নেতা দেওয়ান রাজু আহমেদ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।