ঈদ উপহার সামগ্রী নিয়ে মা হারা শিশুর পাশে বিডিএফ নেতৃবৃন্দ
কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে ঈদ উপহার সামগ্রী নিয়ে মা হারা ছয় মাসের শিশু জুনাইদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন। ঈদ আনন্দ ভাগাভাগি করতে বুধবার সকালে শিশুর বাড়িতে উপহার নিয়ে হাজির হন অত্র সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রভাষক কামরুল হাসান, তথ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রিপোর্টার ফরিদুল কবীর, সম্মানিত সদস্য রবিউল ইসলাম গাজী, মাওলানা আব্দুর রহমান, আব্দুল করিম, মনিরুল ইসলাম প্রমুখ। জানা গেছে, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বিল্লাল হোসেন খোকন ও জান্নাতুল ফেরদৌস দম্পতির পরিবারে জন্ম নেয় ছেলে জুনাইদ। গত ২৮ ফেব্রুয়ারি সংসার ও সন্তানের মায়া ত্যাগ করে তার মা হার্টের জটিল সমস্যায় ইন্তেকাল করেন। সেই থেকে মায়ের দুধ ছাড়াই কেনা গুড়া দুধে বড় হতে হচ্ছে তার। বর্তমানে এই শিশু সন্তান তার গরিব পিতার তত্ত্বাবধানে রয়েছে। এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বলেন, সম্প্রতি এলাকার এই শিশু বাচ্চাটির জীবনে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। সংগঠনের পক্ষ থেকে শিশুটির জন্য ঈদ উপহার পোষাক সহ খাদ্য সামগ্রী দুধ প্রদান করেছি। আমরা তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করছি।