লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধিঃ

উদীয়মান বাংলাদেশ কর্তৃক সম্মাননা পদক পেলেন আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের মোঃ আশেক আলী গাজীর ছেলে মোঃ আছাফুর রহমান। গত ১ অক্টোবর ২০২৩ রবিবার বিকাল ৫টায় ঢাকা কাটাবন মোড় চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে স্বাধীনতার ৫২ বছরের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, কবির কণ্ঠে কবিতা পাঠ ও সম্মাননা-২০২২ প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সমাজ সেবায় শ্রেষ্ঠ অবদান রাখায় শেরে বাংলা একে ফজলুল হক পদক ২০২২ পেয়েছেন তিনি। আছাফুর রহমান সমবায়ের প্রতিষ্ঠালগ্ন থেকে দেশীয় সংস্কৃতি চর্চা ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা রেখে আসছেন। ইতিপূর্বে উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে ৩বার পুরস্কার প্রাপ্ত ও শ্রেষ্ঠ সমবায় হিসেবে ২বার পুরস্কার প্রাপ্ত হয়। এছাড়া সামাজিক ব্যাধি-নিরসনে শ্রেষ্ঠ হওয়ায় আরো ২বার পুরস্কার প্রাপ্ত হয়েছেন। আগামী দিনে দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের পাসে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আছাফুর রহমান।উক্ত অনুষ্ঠানে উদীয়মান বাংলাদেশের সহ-সভাপতি শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, নাট্যব্যক্তিত্ব, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তরুণ প্রজন্মের সাংস্কৃতিক কর্মীরা। এদিকে সম্মাননা স্মারক পাওয়ায় এলাকার সর্বস্তরের জনগণ মিষ্টি বিতরণ সহ ধন্যবাদ জানিয়েছেন আছাফুর রহমানকে।

পোস্টটি শেয়ার করুনঃ