উদীয়মান বাংলাদেশ কর্তৃক শেরে বাংলা সম্মাননা পদক পেলেন আশাশুনির আছাফুর রহমান
লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধিঃ
উদীয়মান বাংলাদেশ কর্তৃক সম্মাননা পদক পেলেন আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের মোঃ আশেক আলী গাজীর ছেলে মোঃ আছাফুর রহমান। গত ১ অক্টোবর ২০২৩ রবিবার বিকাল ৫টায় ঢাকা কাটাবন মোড় চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে স্বাধীনতার ৫২ বছরের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, কবির কণ্ঠে কবিতা পাঠ ও সম্মাননা-২০২২ প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সমাজ সেবায় শ্রেষ্ঠ অবদান রাখায় শেরে বাংলা একে ফজলুল হক পদক ২০২২ পেয়েছেন তিনি। আছাফুর রহমান সমবায়ের প্রতিষ্ঠালগ্ন থেকে দেশীয় সংস্কৃতি চর্চা ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা রেখে আসছেন। ইতিপূর্বে উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে ৩বার পুরস্কার প্রাপ্ত ও শ্রেষ্ঠ সমবায় হিসেবে ২বার পুরস্কার প্রাপ্ত হয়। এছাড়া সামাজিক ব্যাধি-নিরসনে শ্রেষ্ঠ হওয়ায় আরো ২বার পুরস্কার প্রাপ্ত হয়েছেন। আগামী দিনে দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের পাসে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আছাফুর রহমান।উক্ত অনুষ্ঠানে উদীয়মান বাংলাদেশের সহ-সভাপতি শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, নাট্যব্যক্তিত্ব, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তরুণ প্রজন্মের সাংস্কৃতিক কর্মীরা। এদিকে সম্মাননা স্মারক পাওয়ায় এলাকার সর্বস্তরের জনগণ মিষ্টি বিতরণ সহ ধন্যবাদ জানিয়েছেন আছাফুর রহমানকে।