ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম অফিস বিনামূল্যে অমৌসুমী কৃষি উপকরণ বিতরণ করেন


মোঃইকরামুল হক রাজিব স্পেশাল ক্রাইম রিপোর্টার
আজ ২৯ মে বাগেরহাট রামপাল ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম অফিস এর আয়োজনে রামপাল সদর ইউনিয়ন,বাঁশতলী ইউনিয়ন,রাজনগর ইউনিয়ন ও হুড়কা ইউনিয়ন মোট ৪ টি ইউনিয়ন এর মধ্যে নির্বাচিত ২০ জন প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে অমৌসুমী তরমুজের বীজ,নেট ও বিভিন্ন প্রকার স্যার বিতরণ করা হয়।
উক্ত অমৌসুমী কৃষি উপকরণ বিতরণ এর সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার,
অন্যানের মাঝে উপস্থিত থাকেন ।
প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী, নিউটন গমেজ, নিপা সরকার, লিপি পান্ডে, শিউলি কস্তা সহ-কৃষি উপকার ভোগী বাষীরা এ সময় উপস্থিত থাকেন।