কপিলমুনিতে সাইকেল ও মটরভ্যান চোর আটক
“কথায় আছে চোরের শত দিন গৃস্থের একদিন “পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে সাইকলে ও মটরভ্যান চুরির মূল হোতা হাকিম (৩০) নামে এক যুবককে আটক করেছে জনতা ৷বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের ভৈরবঘাটা নামক স্থান হতে সাইকেল চুরির সময় হাতে নাতে আটক করে স্থানীয় জনতা ৷আটক হাকিম এর বাড়ি পাইকগাছা উপজেলার সোনাতন কাটি গ্রামে ৷ জানা যায় ,প্রতাপকাটি গ্রামের টূটুল খাঁন ভৈরব ঘাটার ধোনাদিয়া নামক অব্দার রাস্তার উপর সাইকেলটি রেখে অব্দা থেকে কিছুটা দূরে তাঁর মৎসা ঘেরে কাজ করছিল ৷এমন সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চোর সাইকেল নিয়ে চালিয়ে পালিয়ে যাওয়ার সময় টুটুল দেখতে পেয়ে চিৎকার করলে পাশে থাকা অন্য ঘের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে এসে সাইকেল সহ চোরটিকে আটক করে বলে জানান সাইকেলের মালিক টূটুল খাঁন৷অতপর স্থানীয় জনতা চোরটিকে কপিলমুনি পূলিশ ফাঁড়ির কাছে সোপর্দ করে ৷তবে এর পূর্বে ভৈরবঘাটা ,নাবা সহ ইউনিয়নের বিভিন্ন স্থান হতে প্রায় শতাধিক সাইকেল চুরির ঘটনা ঘটেছে ৷