কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় খোরদো কাথলিক মিশনে এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেয়াড়া ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরঞ্জন কুমার ঘোষ।সঞ্চালনা করেন দেয়াড়া ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি, সাবেক বাংলাদেশ কৃষক লীগের সাতক্ষীরা জেলা সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, সংসদীয় আসন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিশ্বজিৎ সাধু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কলারোয়া উপজেলার সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কলারোয়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্রনাথ রায়,কলারোয়া পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কলারোয়া উপজেলার সাধারণ সম্পাদক সন্দীপ রায়, মহিলা সম্পাদিকা পুতুল রানী শিকদার,দেয়াড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিজয় কৃষ্ণ মন্ডল, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সেন প্রমূখ।