কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান।
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের ঐতিহ্যবাহী কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে স্বীকৃতিপ্রাপ্ত দেশের দক্ষিণ-পশ্চিম বঙ্গের লালনের জনপদ,সু-প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জোড়াদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।কাল শনিবার(২ জুলাই) বেলা ১১ টার সময় জোড়দহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র খয়বর মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।বিদ্যালয়টি ১৮৯৮ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সুনামের সাথে শিক্ষা দান করে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে ১ হাজার ১০০ ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে।শহিদুল ইসলাম টিটুর পরিচালনায় খয়বর মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান মোঃ সনজের আলি সহ কুষ্টিয়া শাখার সোনালি ব্যাংক এর এ জি এম মোঃ হাবিবুর রহমান,ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলমগির হোসেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক কাজী জমির উদ্দিন সহ বর্তমান ও জীবিত প্রাক্তন সকল শিক্ষক মহদয় এছাড়া সুদূর কানাডা থেকে ভার্চুয়াল ভাবে যুক্ত হন কানাডা বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ডক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন খয়বর ট্রাস্টের উদ্দেশ্য জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় এর গরীব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করা সহ সকল ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করা যাতে তারা লেখাপড়া শেষে জীবনের সুন্দর একটি লক্ষে পৌছে মানুষের মত মানুষ হয়।উল্লেখ্য যে খয়বর আলী করোনায় আক্রান্ত হয়ে গত ১৬/০৬/২০২০ তারিখ মৃত্যুবরণ করেন। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তার ঘনিষ্ঠ বন্ধু ড. জাহাঙ্গীর হোসেন সহ আরও বন্ধুরা মিলে এই বছর থেকে খয়বর মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে এই বৃত্তি চালু করেন।খয়বর আলী ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড থানা জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা ছিলেন।