লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধিঃ মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিংকে না বলুন, খেলাধুলাকে হ্যা বলুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাইথালী মিলন মহল ক্লাবের আয়োজনে ক্লাবের সকল সদস্যদেরকে লটারির মাধ্যমে সভাপতি ফুটবল একাদশ ও সেক্রেটারি ফুটবল একাদশ দুটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।
নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। তবে প্রথম অর্ধে সেক্রেটারি ফুটবল একাদশ পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেনি নাজমুল মোড়ল। ট্রাইব্রেকারে সভাপতি ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়ে বিজয় অর্জন করে সেক্রেটারি ফুটবল একাদশ। খেলায় কুঁন্দুড়িয়া, পাইথালী, নৈকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ও খেলা উদ্বোধন করেন, সমাজসেবক বিশ্বনাথ সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মতিয়ার রহমান, আলতাফ হোসেন, মহিলা মেম্বার মমতাজ বেগম,অবসর প্রাপ্ত সেনা সদস্য অলিউর রহমান, ফারুক সানা, সামাদ সরদার, বিকাশ মন্ডল প্রমুখ। বিজয়ী দলকে দশহাজার টাকা নগদ প্রদান করেন অতিথিবৃন্দ। ম্যান অফ দা ম্যাচ পুরুষ্কার দাতা বুধহাটা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রায়হান হোসেন ম্যাচ সেরা আমিনুর রহমানকে নগদ অর্থ প্রদান করেন। খেলার শুরুর পূর্বে প্রয়াত সূর্য কান্ত মন্ডলের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলা পরিচালনা করেন নিতাই মন্ডল, রাহুল মন্ডল, নাইমুর রহমান। ধারাভাষ্যে ছিলেন বিলাল হোসেন ও নিতাই মন্ডল রুই।

পোস্টটি শেয়ার করুনঃ