কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি (এমপি) এর সাথে এসএম ইয়াকুব আলী সৌজন্য সাক্ষাৎ
প্রিয়ব্রত ধর,মনিরামপুর থেকেঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯ যশোর-৫ মণিরামপুর সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি এসএম ইয়াকুব আলী কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি (এমপি) -এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় এসএম ইয়াকুব আলী জেলা কৃষক লীগের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।এছাড়া যশোরসহ মণিরামপুর উপজেলার কৃষকদের দীর্ঘদিনের ভবদহের জলাবদ্ধতা সমস্যার কারণে সৃষ্ট অমানবিক দুঃখকষ্টের কথা এবং জলাবদ্ধতাকে পুঁজি করে এক শ্রেণির মাছের ঘের ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কথা তুলে ধরেন। আর কৃষকদের এ দুঃখকষ্ট লাঘবের জন্য আগামী নির্বাচনে মণিরামপুর বাসীর পাশে থেকে সকল দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতেই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করে দোয়া কামনা করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি (এমপি)নিকট। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী ও গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।