কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি \
কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা উপলক্ষে ১০ এপ্রিল দুপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবু সালেহ মুসার সভাপতিত্বে ও অডিট অফিসার আব্দুল আজিজের সঞ্চালনায় আস্থার কেশবপুরস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক্তার এনসি ফৌজদার, আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক উত্তম কুমার সাহা, সহকারী পরিচালক মকবুল হোসেন, মনিটরিং অফিসার ইন্দ্রজিৎ সাহা, পুলিশ কর্মকর্তা রাসেল হোসেন, বায়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল রায় চৌধুরী, প্রভাষক মহাদেব কুমার কুন্ডু ও রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হুরাইয়া রাসেল।