কেশবপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রবের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবুর সঞ্চালনায় মঙ্গলবার সকালে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা মাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ মন্ডল, প্রধান শিক্ষক উৎপল রায় চৌধুরী প্রমুখ।