কোটি ৪৭ লাখ টাকা মুল্যের মাদকদ্রব্য ধংশ
হাসিবুল ইসলাম লালমনিরহাট সংবাদ দাতাঃ
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যটালিয়ন কতৃক ২৭ সেপ্টেম্বর সকালে বিজিবি ক্যাম্পে ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৩১০ টাকা মুল্যের মাদকদ্রব্য ধংশ করেন। উক্ত মাদকদ্রব্য ধংশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম,রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ ইয়াছির জাহান হোসেন, পিএসসি, সেক্টর কমান্ডার রংপুর, উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর লালমনিরহাট, উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম, বডারগার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ,বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক এস,আর শরিফুল ইসলাম রতন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন লালমনিরহাট এর সভাপতি আনিছুর রহমান লাডলা, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন,চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার মিলন পাটোয়ারী, এশিয়ান টিভির লালমনিরহাটে প্রতিনিধি নিয়ন দুলাল, বডারগার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বৃন্দ,সহ আরো অনেক সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। ধংশ কৃত মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় ফেনসিডিল ৪৬ হাজার ৩১২ বোতল,মুল্য ১ কোটি ৮৫ লাখ,বিভিন্ন প্রকার মদ৪ হাজার ৪৭৩ বোতল, গাঁজা ২ হাজার ৪৩৯ কেজি,ইস্কাফ সিরাপ১৪ হাজার ৫৫১ বোতল,কেডোডেক্স সিরাফ৪৫ বোতল,বিয়ার ৭৬ ক্যান বোতল, হেরোইন ২৫ গ্রাম,ইয়াবা ১৪ হাজার ৮৫৩ পিস,খৈনী ১ হাজার ১০০ প্যাকেট,টাপেন্টাডল ট্যাবলেট ৪ হাজার ৮০০ পিস,যৌন উত্তোজক ট্যাবলেট ২ হাজার ৩৪২ পিস। মাদকদ্রব্য ধংশ অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ১৫ বিজিবি ব্যটালিয়েন অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম বলেন মাদকের বিস্তার রোধকল্পে সকলের সহযোগিতা কামনা করেন ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাই সচেতন করার জন্য উপস্থিত পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দদের নিকট অনুরোধ করেন আপনারা আপনাদের লিখুনির মাধ্যমে সবাই কে সচেতন করবেন।