গঙ্গাচড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
হাসিবুল রংপুর প্রতিনিধিঃ
রপুরের গঙ্গাচড়ায় পুকুরের পানিতে ডুবে সাঈদ বাবু (২) ও রহিমা (১.৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) দুপুর ১ টায় উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাঈদ বাবু ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আবু তালেবের ছেলে ও রহিমা একই ইউনিয়নের তুলশী বৈরাগীর হাট গ্রামের অহেদুল মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাতো ভাই-বোন।
এলাকাবাসী জানায়, শিশু রহিমা’র বাবা মা ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করেন। শিশু রহিমা তার নানা আশরাফ আলীর বাড়িতে থাকে। শিশু সাঈদ ও রহিমা খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে একটি পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুদুটির লাশ পুকুরের পানিতে দেখতে পায় শিশু রহিমার মামা যাদু মিয়া। পরে তিনি দ্রুত পুকুরে নেমে শিশু দুটি’কে উদ্ধার করে। পানি থেকে উদ্ধার করে দেখা যায় আগেই তাদের মৃত্যু হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, শিশু দুটির মৃতুর খরব পেয়ে ঘটনা স্থানে দুই পুলিশ সদস্যকে পাঠাই। পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।