গলাচিপার চরকাজলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।
মোঃ হাফিজুল ইসলাম শান্ত স্টাফ রিপোর্টার পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জান্নাতুল নামের সাড়ে তিন বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারাগেছে। রবিবার ২৪’সেপ্টম্বর দুপুর আনুমানিক আড়াইটার সময় ইউনিয়নের রবিবারিয়া বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে। নিহত শিশুর পিতাঃ মোঃ জুয়েল ফকির, মাতার নাম মোসাঃ লাকী বেগম জীবিকার তাগিদে পিতা মাতা দুজনেই চট্টগ্রাম চাকরি করেন। শিশু জান্নাতুল তার নানা বাড়িতেই থাকতো নানী মোসাঃ নয়ন তারা এ কথা প্রতিবেদককে জানান। পারিবারিক সুত্রে জানাগেছে, দুপুর বেলা হঠাৎ করে শিশু জান্নাতুলকে খুজে না পেয়ে তার নানী খোজাখুজি শুরু করে। পরে আশেপাশের লোকজন মিলে তাকে খুজতে থাকে এক পর্যায়ে শিশু জান্নাতুলকে পুকুরের পানিতে খুঁজে পাওয়া যায়। তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় চিকিৎসক এর কাছে নিয়ে আসলে তিনি গলাচিপা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন। পরে শিশু জান্নাতুলকে গলাচিপা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।