গোমস্তাপুরে ভূমিসেবা সপ্তাহ শুরু


মোঃ সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভূমি সপ্তাহ শুরু হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলা ভুমি অফিসে ফিতা কেটে এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ভুমি অতিরিক্ত দায়িত্ব নিশাত আনজুম অন্যন্যা। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত সেবা সপ্তাহের তিনটি স্টল পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু তাহের টিটু ও আলিনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জিল্লুর রহমান, গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিজানুর রহমান, ভূমি অফিসের হেড এ্যাসিস্টেস্ট কাম একাউন্টেট জুয়েল আলী, ক্রেডিট চেকিং কাম- সায়রাত সহকারী মোফাকখারুল ইসলাম তাজিম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সুমন রেজা, নাজির কাম-ক্যাশিয়ার নাজিমউদ্দীন, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও ভূমি সেবা গ্রহীতারা। উল্লেখ্য ৭ দিন ব্যাপি চলা ওই ৩টি স্টলের মাধ্যমে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদন, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।