আশাশুনি প্রতিনিধি: চাম্পাফুল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে মারপিটের ঘটনায় ৬জনকে আসামি করে ও আরোও ১০/১২ কে অজ্ঞাতনামা আসামি করে আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়েছে।আশাশুনি উপজেলার সীমান্তবর্তী কালীগঞ্জ উপজেলার
চাম্পাফুল গ্রামের শেখ মোকসেদ আলীর পুত্র চাম্পাফুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম মনিকে মারপিট করে রক্তাক্ত যখন করার ঘটনায় শনিবার(৮মে) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম মনি বাদী হয়ে মামলা নং ৬(০৮/০৬/২৪) ৭জন কে আসামি ও ১০/১২ জন কে অজ্ঞাতনামা আসামি করে মামলা করে দায়ের করেন। মামলার আসামীরা হলেন সোদকনা গ্রামের জলিল সরদারের পুত্র মুসা সরদার, আহসান শেখের পুত্র বাপ্পী শেখ, নাজমুল শেখ,মৃত কাশেম শেখের পুত্র আহসান শেখ, আব্দুর রউফ গাজীর পুত্র রবিউল ইসলাম, কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের মৃত আকবর শেখের পুত্র নয়ন শেখ এবং বাবুল শেখের পুত্র হাসান শেখ।মামলার বাদি ও এজার সূত্রে জানা যায় আসামিদের সাথে পূর্ব থেকে শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরে ৭ ই মে শনিবার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম মনিকে শুক্রবার (৭মে) কালিবাড়ী বাজারে যাওয়ার পথে সোদকোনা মোড়ে পৌছানো মাত্র আসামীরা ধারালোে দা, লোহার রড, চাইনিজ কুড়াল, জি আই পাইপ ও বাঁশের লাঠি সহকারে মারপিট করে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের সহায়তায় আহত শেখ মনিরুল ইসলাম মনিকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার আসামিরা আটক হয়নি।

পোস্টটি শেয়ার করুনঃ