প্রিয়ব্রত ধর,স্টাফ রিপোটার্সঃ
যশোর মনিরামপুর উপজেলার দিগঙ্গা কুচলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চিত্রলেখা মন্ডল শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকার  সম্মান অর্জন করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন বাছাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে তাকে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করেন বলে জানা যায়।
খরবটি এলাকায় ছড়িয়ে পড়লে সহকারী শিক্ষক বৃন্দ, ছাত্র ছাত্রী বৃন্দ, এমনকী অভিবাবক বৃন্দ চিত্রলেখা মন্ডলকে শুভেচ্ছা জানান।
এ বিষয়ে চিত্রলেখা মন্ডল বলেন এ অর্জন শুধু আমার না,আমার বিদ্যালয়ের আমার সকল ছাত্র-ছাত্রীদের, আমার সকল সহকর্মী দের। আশা করছি এ অর্জন ধরে রেখে শিক্ষার বিকাশ ঘটাতে আমার সর্বচ্ছ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
 ব্যাক্তীগত জীবনে তিনি 2003 সালে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ২০০৫
 সাল হতে দিগঙ্গা কুচলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ দানের সঙ্গে সম্পৃক্ত আছেন । স্বামী কৃপাচার্য ধর ছিলেন মুক্তেশ্বরী ডিগ্রী কলেজের প্রভাষক। বর্তমানে মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি গ্রামে নিজ বাড়িতে বসবাস করছেন তিনি।
পোস্টটি শেয়ার করুনঃ