চুনারুঘাটে দূর্গা পূজা উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ আইন-শৃঙ্খলা রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা নিবার্হী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও প্লাবন পালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম , থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রামকৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক প্রণয় পাল, উপজেলা হিন্দু – বৌদ্ধ ,খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি বিধান রঞ্জন পাল, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গসহ প্রমুখ। থানার ওসি রাশেদুল হক জানান , উপজেলায় ১০টি টি ইউনিয়নের ও একটি পৌরসভায় ৮৬ টি পূজা মন্ডপের পূজা শেষ না হওয়া পর্যন্ত পুলিশের টহল ও নজরদারি থাকবে।কেউ বিশৃঙ্খলা করলে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান বলেন, এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই সবার সমান অধিকার,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তি পূর্ণ পরিবেশে উদযাপন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। দুর্গাপূজা সামনে রেখে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য সকলে সতর্ক থাকতে বলেছেন।