চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন মাহমুদা বেগম কৃক


মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি
আগামী ৮ই মে ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহমুদা বেগম বেগম। তিনি এই নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন।
শুক্রবার (৩ মে ২০২৪ইং) তারিখে গণসংযোগ কালে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনি নির্বাচনে বিজয়ী হতে পারলে সাধারণ মানুষের পাশে থাকবেন।
সকলের উপকার করার চেষ্টা করবেন। তিনি বলেন আমি আমার প্রত্যাশা অনুযায়ী সবারই প্রত্যাশা পূরণের চেষ্টা করব।
আমার নেশা একমাত্র সমাজ সেবা। তাই ব্যক্তিগত কোন উন্নয়ন নয় মানুষের উন্নয়নে কাজ করে যাব এটাই আমার প্রত্যাশা। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে মধুখালী উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।