জীবন এক অসীম কাব্যগ্রন্থ
– এসকে এম হেলাল উদ্দিন
জীবন এক অসীম কাব্য গ্রন্থ
যা শুরু হয়েছে কাঁন্না দিয়ে
এরপর প্রতিটি পৃষ্ঠায় লিপিবদ্ধ হচ্ছে
হাজারো কাব্য,
হঠাৎ কখনো মনে হয় এই বুঝি যবনিকা
কিন্তু না পৃষ্ঠা উল্টালেই..
পৃষ্ঠা উল্টালেই নতুন কাব্যের সূত্রপাত ।
প্রতিনিয়তই নতুন নতুন কাব্যের আবির্ভাব ঘটে জীবন নামের কাব্যগ্রন্থে,
প্রতিটি কাব্যগ্রন্থেরই শেষ আছে..
শুরু হয়ে শেষ হয়ে যায়… প্রেম বিরহ হাসি কান্না
আরো কত কিছু নিয়ে, কিন্তু
জীবন নামক কাব্যগ্রন্থের শেষ পৃষ্ঠার সীমা পাওয়া যায় না।
পৃথিবীতে জীবন ই হলো সবচেয়ে বড় কাব্যগ্রন্থ,
কখনো কখনো এমন সব কঠিন কাব্যুক্তি আসে
যা বুঝা মুশকিল হয়ে পড়ে, কখনো কখনো অসহ্য
পরিস্থিতির সৃষ্টি হয়।
জীবন তখন এতটাই তালগোল পাকায় যে,
মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ মূর্খ আমি।
জীবন নামক কাব্যগ্রন্থের মুখোমুখি হতে গিয়ে
হাজারো চেনা, অচেনায় রুপ নেই ।
শত চেনা তথ্যগুলোও অজানা হয়ে সামনে আসে,
আর সৃষ্টি হয় নতুন আরেকটি কাব্য !
কখনো মনে হয় এই বুঝি শেষ , কিন্তু না
সেই শেষ থেকেই আবারো..
আবারো শুরু হয় নতুন কাব্যের,
বদলে যায় পেক্ষাপট, বদলে যায় গতিপথ।
জীবন ই হলো পৃথিবীর সীমাহীন কাব্যগ্রন্থ..
হয়তো এর চেয়ে বড় কাব্যগ্রন্থ পৃথিবীতে আর একটিও নেই ।