মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি// বিরল থানাধীন ১১নং পলাশবাড়ী ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ বিষ্ণপুর গ্রামে চকেরহাট টু বিজোড়াগামী পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী ১। মোঃ আরমান আলী @ কবির (৩০), পিতা- মোঃ নুরুল হক, ২। মোঃ লিয়াকত আলী (২০), পিতা- মোঃ জাবেদ আলী, উভয় সাং- চক কাঞ্চন (বাইশাপাড়া), ৩। মোঃ শাকিল খান (২৩), পিতা- মোঃ মোকছেদ আলী মোকছেদুল, সাং- চক কাঞ্চন (বাইশাপাড়া), সকলের থানা-বিরল, জেলা-দিনাজপুরগণ ও অজ্ঞাতনামা ২জন আসামীসহ ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানা পুলিশের একটি অভিযান টিম ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্র আসামীগন পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকলে উপরোক্ত ৩ জন আসামীকে মুখে মাস্ক পড়া অবস্হায় ঘটনাস্থলেই হাতে নাতে গ্রেফতার করা হয় এবং অপর ০২জন আসামী মুখে মাস্ক পড়া অবস্হায় মটর সাইকেল নিয়ে দ্রুত পালাইয়া যায়। ধৃত আসামীদের তল্লাশী কালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচ হইতে ১টি ধারালো চাইনিজ কুড়াল, ০১টি ১৫০সিসি কালো রংয়ের Suzuki Gixxe মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বিরল থানার মামলা নং-৯(৮)২০২৩ মামলা রুজু করা হইয়াছে। প্রকাশ থাকে যে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় ও মামলা আছে। অপরাধী র গোপন তথ্য দিয়ে সহায়তা করার জন্য বিরল বাসীকে বিনীত অনুরোধ করছি । বিরল থানা পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। ধন্যবাদ বিরল বাসীকে।

পোস্টটি শেয়ার করুনঃ