তালায় অবৈধভাবে বিসিআইসির সার বিক্রয়ের অভিযোগ।
আবু সাঈদ সরদার তালা সাতক্ষীরাঃ
সাতক্ষীরা তালা জালালপুর কয়েকজন ব্যবসায়ী বিনা লাইসেন্সে অবৈধভাবে বিসিআইসির সার বিক্রয় করছেন এমনই অভিযোগ উঠে এসেছে। অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে গেলে প্রায় প্রতিটি দোকানে অবৈধভাবে বিনা লাইসেন্সে অনুমতিবিহীন রাসায়নিক সার বিক্রয় করছেন অসাধু ব্যবসায়ীরা। অভিযুক্ত আব্দুল কাইয়ুম শেখ , গোলাম শেখ/অশোক দাস, সালাম ফকির/বিগত ২৩ বছর যাবত বিনা লাইসেন্সে অবৈধভাবে সরকারকে ফাঁকি দিয়ে রাসায়নিক সার বিক্রয় করে আসছেন। সাধারণ কৃষকের অভিযোগ সরকারি ইউরিয়া সার খুচরা মূল্য ২৭ টাকা কাইয়ুম আলী প্রতি কেজি ২৯-৩০ টাকা দরে সার বিক্রয় করছেন। শ্রীমন্ত কাটি বাজার বাসিআইসি সাব ডিলার জামির হোসেন জানান, বিভিন্ন অধিদপ্তরের দরখাস্ত করেও কোন কাজ হয় না, টাকার জোরে বেঁচে যায় কাইয়ুম শেখ। অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা বলে লাইসেন্স প্রক্রিয়াধীন আছে। ইসলামকাটি, মাগুরা ,খলিশখালী ,সুরুলিয়া চার ইউনিয়নের দায়িত্ব থাকা মূল ডিলার কেশব সাধু জানান, সাবেক কৃষি মন্ত্রী মতিয়ার রহমান চৌধুরীর দিকনির্দেশনায় কৃষক সারের পিছনে ছুটবে না সার কৃষকের পিছনে ছুটবে এই দৃঢ় প্রত্যয় কে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি, বর্তমানে সারের কোন ঘাটতি নেই । তিনি আরো বলেন,আমি সাব ডিলার ব্যতীত কোন কারোর কাছে সার বিক্রয় করি না। যারা অবৈধভাবে ব্যবসা করছে তারা হয়তো বাইরে থেকে সার ক্রয় করছেন। জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন বিনা লাইসেন্সে কেউ সার বিক্রয় করতে পারবেনা, তাতে করে কৃষক ন্যায্য মূল্যে সার কিনতে পারবেন। তালা কৃষি সম্প্রসারণ অফিসার, জনাব আফরোজা আক্তার রুমা জানান, অবৈধভাবে সার বিক্রয়ের বিষয়ে আমরা অবগত আছি, আমরা তদন্ত করতে গেলে দিনের বেলায় কোন দোকান খোলা পায় না। তারা সবাই রাতে ছাড়া দোকান খোলেনা। তালা উপজেলা নির্বাহী অফিসার,সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি আফিয়া শারমিন জানান, এমন একাধিক অভিযোগ আমরা পেয়েছি ,তৎক্ষণিক ভাবে বিষয়টি তদন্তের জন্য দিয়েছি, তদন্ত প্রক্রিয়াধীন আছে। সত্যতা যাচাই করে আমরা সঠিক পদক্ষেপ নিব।