আবু সাঈদ সরদার তালা সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা তালা জালালপুর কয়েকটি প্রতিষ্ঠানে বিনা লাইসেন্সে অবৈধভাবে ইউরিয়া,টিএস পি,ডি এ পি,এম ও পি সার বিক্রয়ের অভিযোগ- ফলে ন্যায্য মূল্যে সার ক্রয় করতে পারছে না সাধারণ কৃষক।

সাব ডিলাররা এমনি এক অভিযোগ করেছেন তালা উপজেলা নির্বাহী অফিসারের কাছে।

অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে গেলে প্রায় প্রতিটি দোকানে অবৈধভাবে বিনা লাইসেন্সে অনুমতিবিহীন রাসায়নিক সার বিক্রয় করছেন অসাধু ব্যবসায়ীরা।

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন বিনা লাইসেন্সে কেউ সার বিক্রয় করতে পারবেনা, তাতে করে কৃষক ন্যায্য মূল্যে সার কিনতে পারবেন।

ইসলামকাটি, মাগুরা ,খলিশখালী ,সুরুলিয়া চার ইউনিয়নের দায়িত্ব থাকা মূল ডিলার কেশব সাধু জানান, সাবেক কৃষি মন্ত্রী মতিয়ার রহমান চৌধুরীর দিকনির্দেশনায় কৃষক সারের পিছনে ছুটবে না সার কৃষকের পিছনে ছুটবে এই দৃঢ় প্রত্যয় কে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি, বর্তমানে সারের কোন ঘাটতি নেই । তিনি আরো বলেন,আমি সাব ডিলার ব্যতীত কোন কারোর কাছে সার বিক্রয় করি না। যারা অবৈধভাবে ব্যবসা করছে তারা হয়তো বাইরে থেকে সার ক্রয় করছেন।
তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন ট্রেনিং থাকার কারণে সাংবাদিকরা যোগাযোগ করতে ব্যার্থ হন।

পোস্টটি শেয়ার করুনঃ