তালায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জ্যৈষ্ঠ প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬আগস্ট) সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম,পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিব সরদার,সাংবাদিক মীর জাকির হোসেন,খলিলনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু,তালা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরদার জাকির,তেঁতুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার,খেশরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু প্রমুখ।
সভায় উপজেলার সার্বিকভাবে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।