তালায় আওয়ামী লীগের নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় আওয়ামী লীগের নির্বাচন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১)জুলাই বালিয়াদহ কেএমএসসি কলেজিয়েট ইনস্টিটিউটে নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গনেশ দেবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ”মী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আ”মী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবির হোসেন রনি,ইউনিয়ন আ”মী লীগের সাধারণ সম্পাদক হান্নান গাজী,অধ্যাপক এম এ গফ্ফার,আ”মী লীগের নেতা আব্দুস সাত্তার গাজী,ওয়ার্ড সভাপতি করিম সরদার,শ্রমিক লীগের সভাপতি হাসেম বিশ্বাস, যুবলীগের নেতা আশরাফুল আলম শাওন সহ স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ।
এসময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে সাতক্ষীরা (তালা-কলারোয়া)-১ আসনের সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মধ্যে যাচাই বাছাই করে যোগ্যতার ভিত্তিতে প্রার্থী দেওয়া হোক। দলীয় কর্মকাণ্ডকে বেগবান করার জন্য তারা এই দাবি করেন। বিগত ১০ বছরে ওয়ার্কাস পার্টির সংসদ সদস্য তালা-কলারোয়ার উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করেছে বলে দাবি করেন তারা।